সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

অনিমেষ মণ্ডল




স্বপ্ন আঁকি


                         



অস্তরাগের উদাস জলে

ভিড়হারা এই তোমার চোখে

                নদীর চড়ায় দৃষ্টি আঁকা...





বর্ষা মেঘের আঁচল ছুঁয়ে

প্রেম ভেসে যায় নদীর মত

               বাঁকের শেষে একলা দেখা...





ফাগুন হাওয়ায় চুল ভিজেছে

উথাল পাথাল পলাশ ফুল

              ভিতর ঘরে বন্ধ তালা...





হৃদয়ভাঙার স্মৃতির রেশ

শ্যাওলা রাঙা আদর বিষ

               যন্ত্রণাটা হয়নি বলা ...





ঘর গড়েছি নদীর পাড়ে

তোমার জন্য হাজার সাঁকো

            ‌ ঝাড় বাদলা আগলে রাখি...





নষ্ট প্রেমের দগ্ধ আবেশ

থাকুক পড়ে শেকল খুলে

              তোমার চোখেই স্বপ্ন আঁকি...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...