শনিবার, ১১ এপ্রিল, ২০২০

রক্তিম মণ্ডল





ভালোবাসি, তাই

 


কড়াইশুঁটি ছাড়াতে ছাড়াতে সবুজ হয় হাত;

ক্ষয়ে যাওয়া আ‍ংটির খাদ মাপতে গিয়ে

হঠাৎ চোখে পড়ে বানপ্রস্থের উপসর্গ।

শিউলি বলত,

'নগ্নতা আবহমান; ঊরু,বুক ভালোবেসেও নাক গন্ধ চেনে।'

গল্পে পড়েছ,

'নাবিকের সমুদ্র দেখা হয়তো তোমার মতো নয়,

অথচ সমুদ্রের তোমাকে দেখা সেই নাবিকের চোখে।'



তখনও জোয়ার ছিল;

অমাবস্যায় চাঁদ উঠত,জাল ফেললেই রূপোলি ইলিশ।

ছেড়ে যেতে হবে বলে ভয় দেখাচ্ছে না কেউ,

শুধু বলছি,"তৈরী হও।"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...