সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

বিশ্বজিৎ রায়

 

 

                   রূপায়ণ

 

কোনোদিন  যখন আকাশের শেষে

সূর্য্য নামা

বিকেলে, আমারই

বেলা

ফেলে আসা বেলায়

এমনি জন্ম খুঁজি

আবার;

বিকেলের রৌদ্র-ঘাসে দলে

যাওয়া শিশিরে

ঘাসে

অনেক চেনা জীবনের

মায়া---

 

ভোরের পরশ আনা 'তোমার

বিকেলের এমনি শিশিরে

গায়,

তারপর যদি কখনো সে'

বিকেলের বেলা ভেঙে

সূর্য্য-আলো  আলো

চিনে নিয়ে,

অবশিষ্ট রাতগুলো  আরও

শেষের 'পর পরে

গ্রহণের সূর্য্যগুলো পুড়ে যেতে যেতে

গোটা একদিন জীবন বনে

যায়,

তোমার যে স্বপ্নে

শিউলি ভোরে।

 

তারপর, ভোর আসুক তুমি

চাও না'কি !

বিকেলের আলো-মায়ায়  ভোরের

স্বপ্ন-শিশিরে।

না---

তবুতো বিশ্বাসে নয় পর-সূর্য্যের

আলোয়  অবশেষ রাত্রি

গুনে  

তোমার পায়ে চলা সময়েরা,

প্রপঞ্চিত রূপজে

মগ্ন

তোমাতে  আমার ছুঁয়ে দেওয়া

হাতগুলো.. 

                রূপায়ণে।----

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...