সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

রথীন বন্দ্যোপাধ্যায়


একবার, যদি একটিবারও পাই, তোমাকে



 

যদি আর একখানা শীতকাল পাই, সিলভিয়ালাল এঁকে দেব ঐ ঠোঁটে

 

যদি আর দুখানি শীতকাল পাই, ছিনিয়ে আনবই

এভারেস্টচূড়ার বরফ ছুঁয়ে থাকা হিম থেকে প্রিয় কাশ্মীরি শাল,

তুমি তো অবাক, এ ফুটো পকেটের হাল লোকটা কীভাবে

 

যদি তিনখানা শীতকাল পাই,

মাইরি বলছি, শীতফুল দিয়ে আর সাজাব না এ বাগান,

দেখব, সারাটা দুপুর সমস্ত নরম রোদ পিঠে নিয়ে তুমি এভাবেই

সব মরশুমি ফুল

 

যদি আর চারটে, কিংবা, নয় দশ, এগারো,

জন্মান্তরে বিশ্বাসী আমি, দুত্তোর,শালা নিকুচি করেছে

 

আর একবার,ভুলস্বপ্নেও যদি একটিবারও ,

 

তোমাকেই

 

         

 

 

 

 

 

 

 

 

 

 

 

1 টি মন্তব্য:

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...