সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

মৌসুমী দত্ত

সায়নীর সংসার

 


 

অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং চলছে, হঠাৎ সায়নীর ফোন বেজে উঠল। উপস্থিত সবাই খুব বিরক্ত। সায়নী কাঁচুমাচু মুখে,

", স্যার এক মিনিট প্লিজ"

বস সম্মতি দিয়ে মাথা ঝাঁকান।

অফিসে সায়নী সবচেয়ে বেশি এফিসিয়েন্ট, নিখুঁত পারফরম্যান্স ,ওর প্রতি বসের প্রছন্ন প্রশ্রয় থাকা অস্বাভাবিক কিছু নয়।

পরিমরি করে ফোন নিয়ে রুমের বাইরে আসে সায়নী। ফোনটা ওর শ্বশুরমশাইয়ের।

" হ্যালো বাপি বলো..."

""বৌমা, লাঞ্চের পর যেন কোন ওষুধ টা খাবো?""

" আমি মা কে বুঝিয়ে এসেছি তো। "

""ওই বেআক্কেলে ভদ্রমহিলার উপর আমার ভরসা নেই একটু ও।"

ওনার বলার ধরন দেখে হেসে ফেলে সায়নী।

"বাপী হলুদ ক্যাপসুল টা।"

"ও আচ্ছা আচ্ছা, তুমি কাজ করো, বিরক্ত করবো না।"

ফোনের ওপার থেকে শাশুড়িমার উচ্চস্বরে চিৎকার শোনা যাচ্ছে।

'"কি মিলল কিনা? আমার কথা বিশ্বাস হয় নি তো।"

সায়নী তাড়াতাড়ি মিটিং রুমে ফিরে যায়।

 

সবে অফিস ছুটি হয়েছে , কয়েকটা মেইল চেক করেই সায়নী বাড়ি অভিমুখে রওনা দেবে, আবার ফোনটা বেজে উঠলো ......

এবার শাশুড়িমার," বৌমা এবেলা মালতী রান্না করতে আসবে না, এদিকে বুড়োটা বায়না করছে চিঁড়ের পোলাও খাবে... আমি ওসব পারবো না বলে দিলুম। দাদুভায়ের আমার কোনো বায়না নেই। এদিকে বুড়ো নোলা দেখো..."

.

""... মা তুমি কোনো চিন্তা কোরো না, আমি সবার মনপসন্দ টিফিন কিনে নিয়ে ঢুকছি।""

"বাঁচালে আমাকে, যাই বুড়োকে গিয়ে বলি, খুশি হবে।"

 

এই নির্ভরতা গুলো সায়নী খুব উপভোগ করে।

আজ প্রায় আট বছর বিয়ে হয়েছে সায়নীর। পাপুন এবার সাতে পরবে।

বিয়ের আগে আগে ওর মায়ের যে কি ভয়..

" এই জেদী একগুঁয়ে মেয়ে কোন সংসারে যাবে?

মানিয়ে চলতে পারবে তো..."

সেই সায়নী যে কোন জাদুবলে সংসারের সর্বময়ী কর্ত্রী হয়ে বসলো , তা ভেবেই মা অবাক হয়ে যান।

 

তবে শ্বশুর মশায়ের রিটায়ারমেন্টের পর দাম্পত্য কলহ চরমসীমায় পৌঁছে গেছে।

সকাল- বিকাল , যখন, তখন তর্জন, গর্জন , গোলা-বারুদ বর্ষণ চলতেই থাকে।

 

"" ...ওফ, এই বুড়ো আমার জীবনটা একেবারে বটপাতার মতো করে দিল গো ..."

""বৌমা জিজ্ঞাসা করো তো কথায় কথায় যে আমাকে বুড়ো বলে , উনি কি নিজেকে কচি খুকি মনে করেন নাকি?""

কথাটা সত্যি, ওর শ্বশুরমশাই মাত্র তিন বছর রিটায়ার করেছেন। হাবে, ভাবে, চাল -চলনে মোটেই উনি বুড়ো নন। এই ভাবে ""বুড়ো বুড়ো' বলে ওনার আত্ম বিশ্বাসে আঘাত হানা ঠিক নয়।

 

আবার শাশুড়িমার জীবনের সাথে বট পাতার কি সাদৃশ্য সেটা ভেবেও কূল কিনারা পায় না সায়নী।

 

কিন্তু জিজ্ঞেস করাটা তো ঠিক হবে না, এটা শ্বশুরবাড়ি। আর ও হলো গিয়ে বিচারপতির আসনে, কাজ টা যে অসম্ভব কঠিন ...

প্রলয় মাঝে মাঝে বলে, কি ফর্মূলা ইউজ করো বলতো? বাদী-- বিবাদী উভয় পক্ষই বিচারকে রায় মেনে খুশি হয়ে কাজে ফিরে যান।

 

* * *

কিন্তু এই সায়নীর ওর বাপের বাড়িতে রূপ অন্য। বাবার প্রতি ওর একশো ভাগ দুর্বলতা আর পক্ষপাতিত্ব। আসলে বাবা মানুষটি বেশি ভালো, আর অত্যন্ত নিরীহ। শ্বশুরমশায়ের মতো লড়াকু নন। সব ক্ষেত্রেই উনি বিনা যুদ্ধে মায়ের কাছে আত্মসমর্পণ করেন । সায়নী উপস্থিত থাকলে মায়ের তোপের বিরুদ্ধে পাল্টা তোপ দেগে বাবা কে জিতিয়ে দেয়।

মা ভীষণ শক্ত ধাঁচের বাস্তববাদী মানুষ, বরং বাবা আবেগে ভেসে যান।

সায়নীর বিয়ের পরদিন বিদায়বেলায় বাবার কি করুণ অবস্থা, একমাত্র কন্যা কে উনি যে চোখে হারান। পুরুষ মানুষ কে ওই ভাবে কেউ কোনো দিন কাঁদতে দেখে নি।

খালি বলে চলেছেন," আমি এক্কেবারে অসহায় হয়ে গেলাম। "

 

বাবা, মার কথা মনে হতেই ওর বুকের ভিতরটা হু হু করে উঠলো। মা আজ পা ভেঙে চার মাস হলো শয্যাশায়ী। পায়ে ছয় ইঞ্চির একটা প্লেট বসেছে। ডাক্তার বাবু বলেছেন, সম্পূর্ণ সুস্থ হতে আরো কিছুদিন লাগবে।

খবরটা পেয়ে পাপুনকে শাশুড়িমা কাছে রেখে ও ছুটে গেছিল। বাবার সাথে ছোটাছুটি করে মায়ের ডাক্তার দেখানো, এক্সরে , অপারেশনের সব ব্যবস্থা করেছে। প্রথম দিকে আয়া সেন্টার থেকে দিনে- রাতে দুবেলা আয়া এসে মায়ের দেখাশোনা করতো।

খাবার আসতো হোম সার্ভিস থেকে।

আয়া গুলো যেদিন লকডাউন হয়, সেদিন আসতে পারে না। মায়ের আবার সুগার, কোলোস্টোরল, ডাক্তারবাবু ডায়েট চার্টে একদম লাইট বয়েল ফুড লিখে দিয়েছেন। হোম সার্ভিসে সেরকম ডায়েটের ব্যবস্থা নেই। বাবার বাড়ি থেকে সায়নীর অফিস ঘন্টা খানেকের পথ। মায়ের দেখাশোনা, রান্না করে অফিস যেতে ওর খুব অসুবিধা হচ্ছিল।

সমস্যার সমাধান করলো ওর অফিসের কলিগ মিমি। একজন চব্বিশ ঘন্টার লোক ঠিক করে দিল । সারাদিন ওদের বাড়িতে থাকবে , খাবে , মায়ের দেখাশোনা সাথে সাথে ওনার জন্য রান্না টাও করে দেবে। অবশ্য ডায়েট চার্ট অনুযায়ী রান্না করে দেওয়ার জন্য ডবল চার্জ। তা হোক গিয়ে, মা তো তাড়াতাড়ি সুস্থ হোক । তাপসী নামে এই মাঝবয়সী মহিলা মিমির পিসিমাকে দেখাশোনা করে সুস্থ করে তুলেছে। মহিলা কে সায়নীর বেশ পছন্দ হলো। দাঁড়িয়ে থেকে মায়ের স্যুপ রান্না শিখিয়ে , ডায়েট চার্ট ভালো করে বুঝিয়ে দিল।

এদিকে মা ব্যস্ত হয়ে উঠেছেন,

'তুই তাড়াতাড়ি বাড়ি যা, ও বাড়ি তো তোকে ছাড়া অচল। পাপুনকে টাও মা কে ছেড়ে এতোদিন আছে । প্রলয় মুখে রা কাটে না , তাই তো নিজের খুশি মতো চলতে পারিস। । ওর অফিসে চাপ তো কম নয়। এমন ভালো শ্বশুরবাড়ি অনেক ভাগ্য করে পেয়েছিস।

একপ্রকার ঠেলেঠুলে উনি সায়নীকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিলেন।

মা মানুষ টা এরকমই । দাঁতে দাঁত চেপে নিজে কষ্ট সহ্য করবে, সায়নীর দাম্পত্য আর সাংসারিক জীবনে যেন আঁচড় টি না লাগে।

 

মনে পরে , নতুন বিয়ের পর এক ছুটির দিনে মা, বাবা কে নিমন্ত্রণ করে খাইয়েছিল সায়নী, সেদিন একা হাতে যত্ন করে সব পদ রান্না করেছিল। বাড়ি গিয়ে বাবার নাকি চোখে জল, আমার বাপ সোহাগী আদরের ম্যানেজমেন্ট পড়া মেয়েটাকে হাত পুড়িয়ে রান্না করতে হচ্ছে......

মা গম্ভীর মুখে বলেছিলেন, ..."রান্না করলেই হাত পোড়ে না বুঝলে , হাত পোড়ে অসাবধানতায় । রান্না একটা শিল্পকলা, প্রত্যেক মানুষের শেখা উচিত । "

""...আমাদের কোচবিহারের রাজকন্যা , জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবী একজন রন্ধন পটিয়সী মহিলা ছিলেন ,জানো কি সেটা?..."

সায়নীর মা কোচবিহারের মেয়ে, এবার কোচবিহার প্রসঙ্গ এসে পরেছে, বাবা তাড়াতাড়ি মুখে সেলোটেপ আঁটেন।

 

আসলে মায়ের সায়নী কে ঘিরে অনেক স্বপ্ন। ও উচ্চশিক্ষিত, সুচাকুরে, নজরকাড়া সুন্দরী। মায়ের সব সময় ভয় এই গুণ গুলো যেন ওকে অতিরিক্ত আত্মবিশ্বাসী , অহঙ্কারী করে ওর ব্যাক্তিগত জীবনে বিভ্রাটের কারণ না হয়ে দাঁড়ায়।

তাই তো সবসময়ই উনি ওকে আদর করে ঢুপসি',' অকম্মার ঢেঁকি ' বলে থাকেন।

 

আজ মায়ের জন্যে মনটা ভীষণ ছটফট করছে, পাপুনের ফাইনাল পরীক্ষা আর অফিসের কাজের চাপে দুসপ্তাহের বেশি ও বাড়ি যেতে পারে নি সায়নী। রবিবারে যাবে ভেবে ছিল কিন্তু ও দিন আবার শাশুড়িমার ডাক্তারের কাছে অ্যাপোন্টমেন্ট নেওয়া ছিল। উনি বারণ করা স্বত্তেও জোর করেই সাথে গেছে সায়নী কারণ ও সাথে থাকলে শাশুড়িমা খুব ভরসা পান।

 

প্রলয় অবশ্য এর মধ্যে একদিন গিয়ে ঘুরে এসেছে ওদের বাড়ি থেকে , বলল দারুণ কাজ করছে তাপসী। প্রলয় কে নাকি জামাইদাদাবাবু বলে খুব খাতির যত্ন করে লুচি , আলুর দম খাইয়েছে।

 

মন কেমন করাতে হঠাৎ ই অফিস থেকে হাফ সি এল নিয়ে বাড়ি ছোটে সায়নী। চমকে দেবে বলে চুপি চুপি আস্তে করে গেট খুলে ঘরে ঢোকে । বাহ্ ড্রইং রুম সুন্দর পরিপাটি, কুশন কভার গুলো নতুন, ফুলদানি তে ফুল সাজানো রয়েছে। দেখে তো ও অবাক। ডাইনিং হল থেকে কথার আওয়াজ আসছে, পা টিপে টিপে গিয়ে দেখে বাবা আর তাপসী একসাথে গুছিয়ে খেতে বসেছে।

মেনু তে রয়েছে লাল চিকেন কষা, মাছের ডিমের বড়া, পটলের দোলমা।

বাবা ওকে দেখে ভুত দেখার মতো চমকে উঠলেন। "আরে, তুই ..

খবর দিস নি তো।"

কেন বাপের বাড়িতে খবর না দিয়ে আসতে মানা নাকি?

'"কি সব যে বলছিস...নে খেতে বস।"

"আমার লাঞ্চ হয়ে গেছে। "

"মা কি খেল তাপসী দি? এসব রিচ রান্না তো মার চলবে না। "

তাপসী আমতা, আমতা করছে , উত্তর দিতে পারছে না।

" বাবা, এই পরিস্থিতিতে কুশন কভার গুলো কোথা থেকে আমদানি করলে?"

"ওই দক্ষিণাপণ, আসলে তাপ..... "

বাবা কে মাঝ পথে চুপ করিয়ে দিয়ে তাপসী বলে, "দিদি জানো ফুল আমার ভীষণ প্রিয়, তাই রোজ ..."

ওর কথা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা না করে সায়নী সিঁড়ি ভেঙে দোতলায় যায় মায়ের ঘরে।

 

একি চেহারা হয়েছে মায়ের। চোখ দুটো গর্তে ঢোকানো, গালের হাড় বেড়িয়ে গেছে।

গায়ের ব্লাউজটা ঢিলা, পরনে বাসী কাপড়, স্নান করানো হয়নি। চুলগুলো জটাজাল। বিছানার চাদরটা নোংরা। টেবিলের উপর অগোছালো ভাবে ওষুধ গুলো উল্টে পরে আছে। এঁটো হরলিক্সের গ্লাসটা তে পিঁপড়ে ধরেছে।

ঘরের হতশ্রী অবস্থা দেখে ওর গা গুলিয়ে উঠলো।

মা ওকে দেখে হেসে বললেন, ""পাপুনকে আনতে পারলি না, কত দিন দেখিনি ওকে....

বেয়াই, বেয়ান ভালো আছেন? এবার তো জামাইষষ্ঠী হলো না....""

চিরুনি দিয়ে আঁচড়ে মায়ের চুল গুলো বেঁধে দেয় সায়নী।

""আমি তো বললুম জামাইষষ্ঠী আমি করবো, শুনলে না তো। "

চমকে ঘুরে তাকিয়ে দেখে তাপসী কখন সায়নীর জন্য এক কাপ গরম কফি নিয়ে পিছনে এসে দাঁড়িয়েছে।

""জানো দিদি মাসিমা কে কত করে বললাম চাদর খানা পাল্টে দি, মাথা আঁচড়ে দি, শুনলেই না, উল্টে রাগ দেখালো। "

সায়নী অবাক হয়ে প্রশ্ন ছুঁড়ে দেয়, ---"মাসিমা কে?"

"কেন ? তোমার মা। "

"কিন্তু বাবা কে তো তুমি দাদা বলছো শুনলাম। "

"বাই দ্য ওয়ে, কফিটা ভালো হয়েছে। "

 

তাপসী উচ্ছাসে ফেটে পরে , 'জামাইদাদাবাবু ও আমার রান্নার প্রশংসা করেছে।"

 

মার দিকে তাকানো যাচ্ছে না, নির্বাক দুচোখে অদ্ভুত শীতলতা, ঠোঁট দুটো অসম্ভব শুকনো। ভিতরে , ভিতরে সায়নীর বুকটা ফেটে যাচ্ছে । মায়ের মাথায় আলতো করে হাত বুলিয়ে , গালে একটা চুমু খেয়ে সায়নী বেড়িয়ে আসে।

তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, বেশি দেরি করলে সাংঘাতিক জ্যামে আটকে পরবে। তাছাড়া এখানে থাকতে ওর ভালো লাগছে না।

 

বাবা পিছন পিছন আসেন, "কবে আসবি আবার? এবার তো অনেক দিন পর এলি।"

তাপসী বলে, ""দিদি ফোন করে এসো, সুবিধা হয় তাহলে...."

ওর আস্পর্ধা দেখে অবাক হয়ে যায় সায়নী।

 

বাড়ি ফিরে সায়নী ভীষণ আনমনা , চুপচাপ । ব্যাপারটা প্রলয়ের নজর এড়ায় না। ওকে একান্ত ভাবে কাছে টেনে নেয় ..

কি হয়েছে তোমার? আমায় বলবে না? মাকে নিয়ে এতো চিন্তা করছো ?

""আমি তো দেখে এসেছি, সবই সুষ্ঠ ভাবে চলছে... তাপসী দারুণ সার্ভিস দিচ্ছে। "

সায়নী এক দৃষ্টি তে ওর মুখের দিকে তাকিয়ে থাকে,

মনে মনে বলে...., 'হায় রে পুরুষ, সবই যদি তোমার দৃষ্টিগোচর হবে ......তবে গর্ভধারণ ক্ষমতা ভগবান শুধু নারী কেই দেবে কেন? "

* * *

পরদিন সক্কাল সক্কাল কলেজের বন্ধু রিয়ার ফোন,

চাকরি তে প্রমোশন আর বার্থ ডে,

সেই উপলক্ষে ওদের বাড়িতে আজ সন্ধ্যায় সায়নী- প্রলয়ের নিমন্ত্রণ। প্রলয় যেতে পারবে না, অফিসে প্রচুর চাপ , ওদের কম্পানির একটা নিউ প্রডাক্ট মার্কেটে লঞ্চ করবে, অগত্যা সায়নী একাই....

ফোনে মনিকা আর পাপড়ি র সাথে কথা বলে প্ল্যান করে নেয়, সব বান্ধবীরা বর ছাড়া একাই যাবে রিয়ার বার্থ ডে তে, চুটিয়ে মজা করবে।

 

রিয়া দের বাড়ি ওর বাবার বাড়ির পাড়াতেই। রিয়া, মানসী, সায়নী, পাপড়ি সব কটা একসাথে কলেজে পড়েছে।

সায়নী একটা বড় ঢাউস ব্যাগ নিয়ে সকাল সাড়ে নটায় বাবার বাড়ি গিয়ে হাজির হয়। ড্রইং রুমে সোফায় বসে বাবা মিহির বাবু জোরে জোরে আজকের " আনন্দ বাজার " পড়ছেন। তাই শুনে তাপসী দুলে দুলে হেসে যাচ্ছে। আজকের 'আনন্দ বাজার ' সকালে চোখে বুলিয়ে এসেছে সায়নী, হেসে গড়িয়ে পরার মতো কোনো খবর ছাপা হয়েছে বলে তো মনে পড়ছে না।

সায়নী হুড়মুড়িয়ে ঘরে ঢোকে।

"এই ব্যাগটা আমার উপরের ঘরে রেখে আসো তো তাপসী দি।'

''এর মধ্যে শাড়ি কসমেটিক্স আছে। "

""বাবা আজ রিয়ার জন্মদিন, এখান থেকে রেডি হয়ে যাবো ওদের বাড়ি, আজ রাতে এখানে থাকবো। কাল এখান থেকে অফিস। এসব লোটাকম্বল নিয়ে তো আর অফিস যাওয়া যায় না, তাই জামাকাপড়ের ব্যাগটা এবেলা রাখতে এসেছি।"

এক নাগাড়ে কথা গুলো বলে সায়নী হাঁপাতে থাকে।

"আরে তুই তো হাঁপাচ্ছিস, বস একটু, কিছু মুখে দে।"

:""না না একদম না। আই অ্যম অলরেডি লেট। আজই একটা প্রোজেক্ট কমপ্লিট করতে হবে।

মার সাথে এখন আর দেখা করছি না, বলে দিও, রাতে তো থাকবোই।

বাই বাই "।

 

যেমন ঝড়ের গতিতে এসেছিল সায়নী, তেমনি ঝড়ে র গতিতে বেড়িয়ে যায়।

কাজ পাগল মেয়ের আচরণ দেখে মনে মনে গর্বিত বোধ করেন মিহিরবাবু।

 

সন্ধ্যার একটু আগে এক গুচ্ছ জুঁই ফুলের মালা আর সুদৃশ্য প্যাকেটে মোড়া গিফ্ট নিয়ে ঘরে ঢোকে সায়নী।

ওর পিঙ্ক -গ্রীন কম্বিনেশনের কাঞ্জিভরম শাড়ি টার সাথে খোঁপায় সাদা জুঁই ফুল দারুণ মানাবে।

তাপসী দাঁত বার করে হাসতে হাসতে বলে , "দিদি আমাকে ফুলের মালা দেবে?

মাথায় লাগাবো।"

বাবা চাপা স্বরে ওর কাছে এসে বলেন, " বেশি থাকলে একগোছা দে ওকে, গরীব মানুষ সখ হয়েছে। "

সায়নী এক মুহূর্ত চিন্তা করে বলে," মালা গুলো তুমিই রাখো তাপসী দি, আমি ভাবছি ওয়েস্টার্ন হেয়ার স্টাইল করবো"।

বাবা বললেন ..

"সেটা আবার কি রকম? "

"ওতে ফুল, টুল মানায় না।"

ও আড় চোখে লক্ষ্য করছে বাবা মুখে খুশি উপচে পরছে।

বেশিক্ষণ দাঁড়ায় না সায়নী। নিজের ঘরে চলে যায় । পাপড়িদের টাইম দেওয়া আছে। চটপট রেডি হতে হবে।

কয়েক মিনিট পরেই সায়নীর গলা ফাটিয়ে চিৎকার, ভ্যাঁ ভ্যাঁ করে কান্না।

সব্বাই ছুটে এসেছে , মা কোনো রকমে দেওয়াল ধরে , ধরে এক পায়ে লেংচে, লেংচে ক্রাচ নিয়ে হাঁচড়- পাঁচড় করে পাশের ঘর থেকে সায়নীর ঘরে এসেছেন।

তাপসী খোঁপায় ফুলের মালা জরিয়ে এসে দাঁড়িয়েছে।

বাবা চমকে গেছেন।

সারা ঘরের চতুর্দিকে জামা, কাপড় , লিপস্টিক, আই পেনসিল, মেকআপ কিট গড়াগড়ি খাচ্ছে।

সায়নীর অত সাধের কাঞ্জিভরম শাড়িটা ফালা ফালা করে কাটা।

মা বললেন, এই শাড়ি টা তো তোকে প্রলয় এ বছর অ্যানিভারসারি তে গিফ্ট করেছে। কত ছবি এটা পরে । এটার এ অবস্থা কে করলো? কত দামী শাড়ি।

মিহির বাবুর কপাল ভাঁজ, কাজের মাসি কোন সকালে ঘরদোর সাফ করে চলে গেছে, সেই তুই আসার আগে । তারপর তো বাইরের কেউ আর আসে নি।

 

এদিকে সায়নী কারোর কথা শুনছে না। হাত , পা ছড়িয়ে ঠোঁট ফুলিয়ে সেই স্কুল ছাত্রীর মতো কেঁদে চলেছে।

ভীষণ রাগ দেখিয়ে " এই বাড়ি তে আমার একটা শাড়ির নিরাপত্তা নেই?

আবার পাপুনকে নিয়ে আসবো?

কোনো অধিকার বা অস্তিত্ব আছে নাকি আমার?

একটা নো এন্ট্রি বোর্ড টাঙিয়ে দিলেই তো হতো,

আমি আসা তে অসুবিধে হচ্ছে ,ভালো লাগছে না সেটা বুঝেছি।

তাই বলে প্রলয়ের গিফ্ট করা এতো দামী শাড়ি টা ছিঁড়ে দেবে?"

মিহির বাবু...."" মা তুই এসব কি বলছিস, এটা তোর বাড়ি । মাথা গরম করিস না...""

মায়ের কোনো শাড়ি পরে রিয়ার বাড়ি যা, আমি দেখছি তারপর, কি করে এসব হলো...."

সায়নী এসব কথা গ্রাহ্য করলো না, কোনো রকমে জিন্স, টপ গলিয়ে কাঁদতে কাঁদতে দুমদাম পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল।

 

মিহির বাবু মেয়ের পিছন পিছন দৌড়ালেন," এই এই কোথায় যাচ্ছিস? শোন , শোন..

বিয়াই, বেয়ান কি ভাববেন?

তোর আজ এখানে থাকার কথা।""

 

সায়নী চোখ মুছতে মুছতে ঠোঁট ফুলিয়ে ,

" আমি অনাথ, আমার কেউ নেই।

"বাই ফর এভার । "

বলে গট গট করে বেড়িয়ে যায়।

* * *

পরদিন ভোর ছয়টায় সায়নীর ফোন টা বেজে উঠল। গতকাল অনেক রাতে দুটো সলিডন আর একটা ঘুমের ওষুধ খেয়ে ও ঘুমোতে গেছে। মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিল, বাবার অসহায় করুণ মুখটা বার বার মনে পরাতে দুচোখে জল বাঁধ মানছিল না।

ঘুম জড়ানো গলায় ফোন টা ধরে ও। ফোনের ও প্রান্তে মা,

""এই মামনি , আর রাগ করে বসে থাকিস না। আজ একবারটি এ বাড়ি আয়।

কাল তক্ষুনি দু মাসের মাইনে দিয়ে তাপসী কে বিদেয় করেছে তোর বাবা।

মানুষটা খুব আঘাত পেয়েছেন, অনুতাপে ভুগছেন। কাল সারারাত ব্যালকনিতে চুপটি করে বসে ছিলেন, শেষে উনি অসুস্থ না হয়ে পরেন। "

ফোন রেখে আনন্দে এক লাফে খাট থেকে নীচে নামে সায়নী।

 

""ইয়ায়াহ হু হু হু ।

আই ওন দ্য গেম। ""

 

ভারি তো একটা কাঞ্জিভরম শাড়ি.......

প্রলয়ের কাছে বায়না করে ও আর একটা কিনে নেবে।

মা আজ তোমার সায়নী নিরপেক্ষ বিচারক।

ও ফোন টা হাতে তুলে ডায়াল করে,

''হ্যালো, আয়া সেন্টার ........"

 

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...