সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

রঞ্জন চক্রবর্তী

একান্ত গোপনীয়

 

 

 

 

 

কেউ ঘুণাক্ষরেও জানবে না কথা দিচ্ছি -

তুমি যে মিশে ছিলে হাজারো মানুষের ভিড়ে 

আর আমাকেই লক্ষ্য করছিলে

রাস্তার উল্টোদিকে দাঁড়িয়ে সেটা জানার কোনও উপায় ছিল না,

তবু শুরু থেকেই মনে হচ্ছিল তুমি ধারে-কাছেই কোথাও আছ

শেষে সম্পূর্ণ অনুমানের ভিত্তিতে তোমার উপস্থিতির বিষয়ে নিশ্চিত হয়েছি

 

 

 

এখন বর্ষার শুরু বলে ধরে নেওয়া যাবে না কোনওমতেই

তবু রাস্তায় পা রাখতেই হঠাৎ ঝোড়ো হাওয়া, বিদ্যুতের চমক, বৃষ্টির ফোঁটা

যদিও ধারাজলে ভেজার পরিকল্পনা এখনও পর্যন্ত নেই আমার

অসময়ের বৃষ্টি বলেই কি এই অনীহা?

অনেকক্ষণ হল গর্ভবতী মেঘ আঁকড়ে ধরে আছে অন্ধকারকে

হয়ত আমায় আটকে রাখবে বলেই - অবশ্য যাবই বা কোথায়

আসলে আমাকে একাকী করে দিয়েছে এই বৃষ্টির কঠিন শাসন

গ্রীষ্মের অলস বিকেলে এমন অঝোরে তাকে ঝরতে দেখব ভাবিনি

 

 

আচমকা বৃষ্টিতে রাস্তাঘাট এখনও জলে থই-থই,

এদিকে পারিপার্শ্বিকের কথা না ভেবেই তুমি চাইছ গন্তব্যে পৌঁছাতে

একবার ভেবে দেখো কোথাও কোনও ভুল তো হয়ে যাচ্ছে না!

যাই হোক, কথা দিচ্ছি তোমার গোপন অভিসার কেউ ঘুণাক্ষরেও জানবে না

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...