সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

ভুবন বন্দোপাধ্যায়

 

নীলাঞ্জনা

                    

 

ফাগুন বনে নীলাঞ্জনা

আয়না চলে তুই,

তেমন করে আগের মত

মনের কথা কই ।

 

তেমনি আসে বসন্তকাল

ফুটে হাজার ফুল, 

আসে ভ্রমর গুনগুনিয়ে

মধুতে মশগুল ।

 

আগুন জ্বলে পলাশ গাছে

পোড়ে আমার মন,

একলা বসে ভাবতে থাকি

তোকেই সারাক্ষন ।

 

আমি তো সেই একই আছি

বদলে গেলি তুই,

তেমন করে ভরদুপুরে

ছুটে আসিস কই ।

 

সকল বাধা তুচ্ছ করে

আয়না তুই চলে,

ক্ষতিটা কি নীলাঞ্জনা

আগের মত হলে ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...