সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

অরন্য রহমান


একটি মুক্তির ইশতেহার

  

 

যখন পা পড়েছে মরুর তৃষ্ণার্ত  বালুকায় , বদলে গেছে

জীবনের পথ ,

যেন একান্ন  ধারায় গ্রেফতার , জবানবন্দিহীন

কারাবাস অনন্তকাল  ৷

যেদিন সময়ের নির্যাস থেকে খসে পড়েছে কিছু সম্ভাবনা

একা থাকতে শিখেছি ঘর ছেড়েছি একা

এখন আর একা করে দুঃখ দেওয়ার সাধ্য কারো নেই ৷

রাতের ছাদে একাকী জেগে আকাশ দেখা

চোখের অালোয় ছড়িয়ে দেওয়া কিছু অনুক্ত সংলাপ

সে তো নিভৃতে জমিয়ে রাখা সামান্য আত্ম অভিমান মাত্র৷

ভুলের ভেতর দিয়ে হেঁটে চলা অনিচ্ছার দীর্ঘ পথ

সেও একান্তই  আমার ই  পাপ ৷

নরম অসুখে আক্রান্ত  বিংশ শতাব্দীর  সভ্য মানব

এখনও প্রবাহমান জন্মশেকড় 

নিরুপায় হয়ে  অন্ধকারে হাতড়ে ফিরছে পৃথিবীর  পথ ৷

অবশেষে  মুক্তি চেয়ে  সেজদা অবনত হয়ে  ঈশ্বরের  কাছে ৷

কতো  যুদ্ধের অমীমাংসিত  হয়েছে ইতি

অথচ আমার কোন আপিল নেই  মুক্তি নেই ৷

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...