সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

শর্মিষ্ঠা ঘোষ

পরাজয় 

মুঠো ভরে নাও আবীর গুলাল রাগে

হৃদয়ে বসত চির অমলিন প্রেম

স্নেহ মায়া খুব আভিধানিকের কথা

চলতে ফিরতে মানুষেই আশ্রয়

কেউ তো বলে নি এটা গন্ডীর নয়

কেউ তো আঁকেনি সীমানা পেরনো মানা

কেউ কেউ যদি ভাবেও এমন হয়

ডানা জোড়া আরো শক্ত পোক্ত কর

যেখানে আড়াল যেখানে কষ্ট লেখা

চক ডাস্টার ব্ল্যাকবোর্ড ঠিক জানে

নতুন হরফে রক্ত ফুটিয়ে লেখা

একটা জীবন সার্থক বাঁচা মানে

একটা জীবন ঘষতে পুড়তে সোনা

পাথর আগুন জল জানে বরাভয়

ফোস্কা আসলে ত্বকের ওপর দেখা

তারও আছে কিছু প্রশ্রয়ী নিরাময়

ঠিক মানুষটি কোথাও অপেক্ষাতে

দেখাশোনা হলে ম্যাজিক যুদ্ধ জয়

তুমি লড়ে চল নির্ভয় নিঃসঙ্কোচ

জীবন মানেই মাঝে সাঝে পরাজয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...