সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

সুচরিতা চক্রবর্তী

চরিত্র চিত্রকর

 

চরিত্রে প্রদত্ত কোনো  শ্লোক প্রয়োজন

মূল গল্প থেকে  অচ্যুত ।

যুদ্ধ ,যুদ্ধ ক্ষেত্র , নাড়ী নক্ষত্র  নির্বাচন সমীচীন ।

ক্ষত্রিয়, আমার খুব প্রিয় এক  শব্দ

যতদিন ভারত ততদিন একটাই  মহাভারত

মহাভারতের প্রতিটা নারী চরিত্রই, আমি।

নিঃসঙ্গ মনস্বিনী  অভিকর্ষণ মন্ত্র ধারিণী

লাঞ্চিত অবাঞ্চিত অথবা  প্রেমময়ী চরিত্র

 সঙ্গচ্যুতা আবার ধর্মপত্নী,  আমিই। 

 

সঠিক নির্ণায়ক না হলে শ্রেষ্ঠত্বের দাবি নেই

যক্ষী সর্পী মানুষী সমস্ত চরিত্র এক জীবনেই।

 

1 টি মন্তব্য:

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...