সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

তনুশ্রী মল্লিক


কখনও দেখা হয়নি আমাদের

 

 

 

কখনও দেখা হয়নি আমাদের

কখনো মুখোমুখি বসে বলিনি

দুঃখের সন্তাপ, বলিনি নিরাশার

ভাষা, পাতা ঝরার মরশুমে ফিরে

আসে অলীক আলাপন , প্রতিটা

পাতার বুকে কান পাতলে শোনা যাবে করুন ইতিহাস,

অথচ কথারা নিরুচ্চারে ভেসে যায় এমন উদাসী বিকেলে,

তোমাকে জানেনি চোখ, চেনেনি তোমার অভিমান,

অথচ প্রতিটা কথার বাঁকেই চিনে ফেলি নিজেরই সংলাপ,

অহংকারী শিমুল জানে হারানো পথের ধারে গেয়ে ওঠে কোকিল

দোসর হারিয়ে ফেলা সুর।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...