সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

স্বপ্ননীল রুদ্র


ওজন  



বিজলিবাতি না-ঢোকা গ্রাম ঠোঙায় পুরে আঁধার
চাপিয়েছে দুলতে থাকা মধ্যনিশার দাঁড়িপাল্লায়,
ওজনে কোনও কারচুপি নেই, পলকা গ্রাম মুখ ভার
তারাদেরও চোখের সামনে মেঘ আঁচল ওড়ায়
 
জোনাকির ঝোপ, নাকি ঝোপে ঝোপে দূর দূরান্তরে
জ্বলে থাকে জোনাকির ফুল স্থির কালো রাত্রিজলে—
ঠোঙা ফেটে পড়ে যাওয়া একটি যুবা গত বছরে
উড়ে গিয়েছে শৈত্যসীমান্তে, গ্রাম তার কথা বলে
 
ফেরেনি ফিরবে বলেও, দাওয়া থেকে উঠোন পেরিয়ে
না-আসা রোজ হেঁটে বেড়ায় মাটিপথে বাঁশবাগানে—
দূরে নিয়ন্ত্রণরেখা, মর্টার শেল মৃত্যু এড়িয়ে
ফাল্গুন ঢুকেছে সদ্য, পাতাঝরা এখানে ওখানে
 
নিক্তি চেপে এলিয়ে পড়েছে চিন্তা-জর্জরিত রাত
দাওয়ায় বাঁশের খুঁটি ধরে অপেক্ষা ঝিমিয়ে কাত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...