সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

মাহমুদ নজির

 


কথাকাব্য

 

 

কথার ভেতর থেকে

বেরিয়ে আসে হাজার কথা,

শব্দ ও সুরের ঝংকার!

যে কথা লুকিয়ে থাকে বুকের গভীরে

সে কথাও উতরে ওঠে ভিড় ঠেলে,

উন্মাতাল  হাওয়ারজালে

ভাসতে থাকে দক্ষিণের খোলাজানালায়।

রঙধনু আকাশ ছুঁয়ে বিরামহীন

ঢেউ তোলে অশান্ত হৃদয়পুরে,

কথা তাই কথা থাকে না আর

কাব্য হয়ে ছড়িয়ে পড়ে পাতায় পাতায়।

তবুও কথার নেই শেষ,

অসমাপ্ত কথার ফুলঝুড়ি নিয়ে গন্তব্যের পথে হাঁটি...

চেনা এই শহরে পথ হয়ে যায় বড় অচেনা।

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...