সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

চিন্ময় চট্টোপাধ্যায়


চোখ ভেসে যায় নুন জলে

 

 

 

মিহি বাতাসের জানালায়

চোখ মেলে দেখি

বিভিন্ন বর্ণের রোদ্দুরের কণা

টলটলে জলে চাঁদের সম্মোহন

অধিক গাঢ় অন্ধকারেও কাঙ্ক্ষিত মনে হয়।

আলোর হিমানির স্পর্শে কেঁপে ওঠে

ঘিরে ধরে সকল সত্তাকে সমস্ত শরীর

বুকের অথৈ জলে

সব ক্ষত ধুয়ে যায়

বাতাসের বৃষ্টির গন্ধে

তুলে নেয় কবিতার সুতো

ডানার কুয়াশা থেকে ম্লান মুছে

গা ঘেঁষে খুনসুটি হাওয়া।

হাতছানি দেয় ,ডাকে বারবার

চোখ মেলে আকাশের দিকে

খোঁজে ফসলের স্বর্গীয় রূপ ।

বিবর্ণ সত্য টুকু পড়ে থাকে

একাকার মিশে থাকে নিজের ভিতর

চোখ ভেসে যায় নুন জলে

অমৃতের পাতা কিছু সাদা হয়ে রয়ে যায়।

 

 

 

 

  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...