সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

তাহমিনা শিল্পী

জলকলমির অনুভব

 

 

এক.

ছোট্ট গোলকের উপর দাঁড়িয়ে মন উড়তে চায়

অথচ,জীবনের জলস্রোতে ভাসমান পদ্মপাতা

মুখে এঁকে দেয় সময়ের ছাপ।

ফুলের আড়ালে মুখ লুকিয়ে আমি হাসি

দুলে ওঠে বাতাস।

 

আকাশটা ক্রমশ দূরে সরে যায়......

 

দুই.

ঝকঝকে আলোর শহরে চাঁদ নেমে এলে,

খেয়ালের তুলি জলকলমির অনুভব এঁকে দেয় দেয়ালে দেয়ালে।

দাঁতের আয়নায় চিকচিক করে প্রতিশ্রুতির আলো।হলুদ ব্যাধি নিশ্চিত জেনেও সবুজের ময়না তদন্ত করি।নেবু ফুলের গন্ধ ছুঁয়ে গলে পড়ে রাতের মায়া।

 

তিন.

যতদূর চোখ যায়,হাসছে আকাশ।

বাতাসে অদ্ভুত জোছনার ঢেউ।

খিড়কি খুলে বেরিয়ে পড়ি।

হাঁটবো কিছুুক্ষণ,এ শহরের অলিগলি।

 

পৌষালি চাঁদটি একমাত্র সঙ্গী এখন।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...