সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়


বিম্ববতী

 

 

যতখানি চোখ যায়,ছায়া ধরে রাখি তার

আয়নার সামনে রূপ নাকি

রূপের কাছে আয়না

খুলে দেয় আলোর বাহার ?

 

কাজলের নিপুণটান চোখের দুধারে এঁকেছো

 

বিম্ববতী ঠৌঁটে,

সন্ধ্যার যতোটা গান বেঁধেছো

ততটাই কী সুরে সুরে আমাকে ধরে রেখেছো?

 

              

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...