সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

অনিমেষ মণ্ডল

মৃত্যুর মুখোমুখি


 

 
 
 
আমি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে
 
 
রক্তিম আয়ুরেখা
 
ক্রমশ ফিকে রোদ্দুরে মিশে যায়
 
 
ইচ্ছের বাস্ক বন্দি পায়রা উড়িয়ে
 
লালনের কোলে মাথা রেখে
 
একটু জিরিয়ে নি
 
 
নিয়মের কালকোঠরী থেকে
 
চিত্রগুপ্ত ফরমান জারি  করে -
 
 
কবিতার শেষ লাইন এখনও বাকি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...