সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

অক্ষর কথা


 


 


 

দিন দুয়েক জল ঝরিয়ে আকাশ ফের চুপচাপ। এই বাংলা বর্ষ জুড়ে বৃষ্টিপাত একেবারেই ভালো হয় নি। আশায় বাঁচতে বাঁচতে চাষা মাথা নুইয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। প্রকৃতির উত্তাপ বেড়েই চলেছে ক্রমান্বয়ে।

 

তবুও প্রকৃতিকে কিছুটা হলেও মোকাবিলা করা যায় সম্পন্নের বাতানুকূল যন্ত্রে, নিম্ন মধ্যবিত্তের ঝেড়েমুছে চালানো যান্ত্রিক পাখায়, গরীবের হাত পাখা, বেলের পানা, লেবু জল আর প্রাচীন প্রাকৃত গাছের ছায়ায়। কিন্তু মানুষের তৈরী উত্তাপকে সামাল দেবে কার এত বুকের পাটা!

 


মানুষের তৈরী উত্তাপ আসলে বাড়তে থাকা লোভের আগুনের ঝলক। রাজ্য জুড়ে শুরু হয়েছে নির্বাচনী খেলা। আসরে তাল ঠুকে নেমে পড়েছে বিভিন্ন রণংদেহি রাজনৈতিক দল। এখন সব জিনিস, শিল্প, সাহিত্য, সংস্কৃতির মতই রাজনীতিরও বেহাল দশা। সেই মানের হিমালয় সদৃশ নেতা নেত্রীর বড়ই আকাল। ফলে ক্ষমতা কায়েমের বিপুল লিপ্সায় আকাট জনতাকে লড়িয়ে দেওয়া হচ্ছে পরস্পরের বিরুদ্ধে। বাড়ছে উত্তাপ।



 

গত উনিশের শেষ মাস থেকে যে মহামারী পৃথিবীকে নিজের থাবার তলায় নিয়ে গেণ্ডুয়া খেলতে শুরু করেছিল, তাকে আজও শান্ত করা যায় নি। দৈনিক আক্রান্ত আর মৃত্যুর হার পাল্লা দিয়ে বাড়ছে। বাড়ছে আশংকার, ভয়ের উত্তাপ। তবে আশার কথা একটাই এখন মানুষের হাতে এসে গেছে প্রতিষেধক। যদিও তা কতখানি কার্যকরী সে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সময় এখনো আসে নি।

 

এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই দীর্ঘ সময় পরে আবার প্রকাশিত হলো অক্ষর বৃত্ত। পাঠকের ভালোবাসা, স্রষ্টার ভালোবাসা অস্বীকার করতে পারে না অক্ষর বৃত্ত। তাই লেখা আহ্বান থেকে শুরু করে প্রকাশ পর্যন্ত এবং পাঠকের স্পর্শানুভূতি পাওয়ার জন্য আপনাদের হাতে এলো আপনাদের আপন ভালোবাসাজন অক্ষর বৃত্ত।

 

ভালো থাকুন সবাই। আনন্দে মৃদুমন্দ হাওয়ার তালে প্রতিদিন আসুক সবার জীবনে। শুভ হোক নতুন বছর।












কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...