সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

ভজন দত্ত

কনসেনট্রেশান ক্যাম্প থেকে

 

করোটির ভিতর-ভিতর রোটির জন্য অহরহ

দেশের মানচিত্রের পরিবর্তন হচ্ছে!

অহর্নিশ 'পাখি-পাখি' গালি খাচ্ছে  মানুষ!

এই তো বেশ ধর্ম বাঁচিয়ে রেখেছে শরীর।

 

আড়মোড়া ভাঙলেই আগুন কিংবা মাটি!

থালাবাটিঘটিহাততালির আওয়াজে

আদর ও সমরে মেকি আর্দ্রতা থাকলেও,

আদরনীতি হয়নি এখনো!

 

বুঝিনি কবে,কখন,কীভাবে

গণতান্ত্রিক স্বৈরাচারের বাঁচননীতিতে

নিয়ত সংসারের কন্সেন্ট্রেশন ক্যাম্পে

অত্যাচারিত নিপিড়ীত হতে হতে

আমাদের ভালোবাসা কাঠ হয়ে গেছে...

1 টি মন্তব্য:

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...