সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

শ্যামল সরকার

জয়

 

 

 

কখনো কখনো সময় পিছিয়ে পড়ে

নতুন ভাবনার মোট মাথায় হেঁটে যায় কাঠকুড়ুনি

পেছন থেকে চেয়ে থাকে হবিতব্য

সময় মুখ লুকায় অদৃষ্টের আঁচলে

 

বহেমিয়ান ভাবনার গর্ভে

জন্ম হয় নতুনের

 

সময় হেরে গেলে

               জয় হয় ভালবাসার

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...