সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

যাজ্ঞসেনী গুপ্ত কৃষ্ণা

স্বীকারোক্তি


 

অনেক কিছুই তোমাকে বলা হয়ে গেছে

শেষ কিছু আর বাকি নেই হয়তো  

গোঁয়ার মোষের গুঁতোনিতে দিন আর রাতবালিশ কতবার ভিজল –

শুকোল, আবার ভিজল –

 

এবার মেঘলা দিন ছুটি দিয়ে সূর্যকে ডাকছি – বালিশ যেন খটখটে শুকনো থাকে।

পাখির ঠোঁটে পাঠিয়ে দিয়েছি সব মেঘলা দিনের স্যাঁতস্যাঁতে মনতোষক

 

যদিও গা ঘিনঘিনে বা উপেক্ষা বিষয়ে কোনো কড়চা বা সনদনামা দেওয়াল ফলকে

দস্তানা খুলে দেয়নি

তবু শুধু যৌনতা বিষয়ে জানলার ফোকর সম্বলিত বিধিবদ্ধ সতর্কীকরণের সাইক্লোরামা

জেগেছিল প্রবল

তাতে অন্ন ব্যঞ্জন সম্বন্ধীয় সদালাপের স্বরলিপি সাধা হয়নি,

আঠারোটা গিঁট ছিল জামাকাপড়ে

 

তথাপি তদগত –

এটুকুই জানানোর বাকি ছিল। 

বাকি সব কথাই হয়তো বলা হয়েছে তোমাকে

যাতে যথেষ্ট আলোহাওয়ার খেলা ছিল, শুধু তুমি পাল উড়িয়েছিলে কিনা

সে খবর জানা হয়নি কোনোদিন

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...