সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

রুমা পণ্ডিত


শহুরে

 

 

দীর্ঘ ইমারত

শরীর জুড়ে চার কোনা গৃহস্থ আলো

মাথায় জ্বলজ্বলে লাল চোখ

সন্ধ্যের পর থেকেই ভয় দেখায় অন্ধকারকে।

 

একেকটি আলোর নিচে

একেকটি  গল্প

নিজের গতিতে পঙত্তি বদল করে।

আবহাওয়ার সাথে বদলে যায়

দেয়ালের রঙ, আসবাবের মেজাজ।

এখানে পূর্ণিমার জন্য

ক্যালেন্ডারের বারোটি খোপ বরাদ্দ

চাঁদ তাই হাইওয়ের আশেপাশে

ধানক্ষেত খোঁজে!           

 

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...