সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

অশোক বন্দোপাধ্যায়


সুখের ভাগ

 

 হাতের কাছেই হাজির যে সব সকাল থেকে রাত্রি।

না চাইতেই মিলছে যখন আর কি চাওয়ার আছে ?

চাওয়া পাওয়া মিলে গেলে অ-সুখ তবে কিসে ?

কানায় কানায় পূর্ণ জীবন মধুর কলস সুধায়।

সংসার সাগর সাঁতরে পেরোয় কেমন অবলীলায় !

ঊনপঞ্চাশ পবন ভর করেছে ব্যাস্ত তোমার ডানায়।

পান করেছো অমৃত রস-- তৃপ্ত জীবন ধন্য।

যা পেয়েছো-- পেয়েছো তা এই পৃথিবী থেকেই।

এবার তবে ফেরাও কিছু দৃপ্ত প্রতিদানে।

ভাগ করলেই বাড়বে যে সুখ হাসি-আনন্দ-প্রেমে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...