সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

শকুন্তলা স্যান্যাল

ভার

 

 

দুটো পাখা পিঠে বসে আছে ঠিকি,

যন্ত্রণাকে বিপরীতে ঠেলে আমি হাঁটছি ,

যতটা সম্ভব ।

 

সমগামী ছায়া, একে অপরের থেকে

দূরে যেতে  যেতে শেষে হাল ছাড়ে।

ছায়া পেরতে পেরতে একটি ছায়ায় থিতু হয় ব্যাথা।

বাড়ি ফিরে এলেই ঝাঁপ দেয় শরীরে।

দুটি পাখা পিঠে  বসে থাকে ঠিকি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...