সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

প্রণব বসু রায়


যাপন চিত্র
 

 

 

 

সমস্ত রাত ধরে জলস্রোতে পাথর ক্ষয়ে যায়

 

আর সব স্বপ্নকাহিনী দ্বিধাগ্রস্ত শিশুর মতো

 

ব্যাকফুটে সরে আসে...

 

#

 

হাওয়া নেই বলে মোরগও স্থবির হয়ে গেলে

 

ঝরে পড়া পাতার পাশে

 

শুয়ে পড়ি--নির্ঘুমে কাটাই প্রহর

 

#

 

কয়েদখানার ঘণ্টা

 

আজও কি বাজে ঠিকঠাক?

 

 

 

 

 

তারা-কথা (৩৭) / প্রণব বসুরায়

 

 

 

স্তব্ধতা যাপিত হয় দ্রাবিড় সভ্যতায়

 

এই মহাদেশে—এই সন্ধিপূজাকালে

 

ঘোর লাগে ব্রহ্মপুত্রজলে...

 

#

 

এই অসামান্যকালে, হাতের নখর দিয়ে

 

ছিঁড়ে ফেলি সকল তমসা—

 

শব্দ ফুটুক ব্রহ্মনাদ হয়ে

 

#

 

শত ধারাজলে ধুয়ে যাক

 

সকল পীড়ন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...