সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

আবদুস সালাম

বিবর্ণ পাঠশালা 


 

অস্বস্তিকর প্রস্তাবে প্রবন্ধের পৃষ্ঠাগুলো সংকুচিত হয়

নৈরাত্মার ঢেউ লাগে বিবর্ণ পাঠশালায়

পড়ুয়াহীন পাঠশালায় অবিন‍্যস্ত পাঠক্রম

বিশ্বাস এখানে  নিহত হয় রোজ

 

গোপন ঈর্ষায় জেগে ওঠে চিত্রশালা

সংসারের বিন‍্যস্ত প্রহরে খেলা করে মাতাল অস্তিত্ব

ঝাপটা খায় বৃদ্ধ বিশ্বাস

খুঁটি উপড়ে যায়

অর্ধ দগ্ধ ভোর উঁকি মারে চৈতন্যের বাগানে

 

রুদ্ধ ঠোঁটে থাবা বসায় প্রণয় কথা

গুমরে মরে উৎসব পৃথিবীর দলীয় অহংকার

 তবুও দুঃখী চাঁদ বিষন্ন আলো জ্বেলে নতুন পৃথিবীর স্বপ্ন দেখে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...