সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

রাণু ব্যানার্জী

কবিতার অন্তরে

 

কবিতাও জানেনা কবি কাকে ধারন করেছে অন্তরে?

মনের রোদ্দুর কোথায়  কখন আলোকিত করছে কোন বনাঞ্চল...?

তা বোধহয় মনেরও আগোচরে।

আলতো ছোঁয়াতেই কখনো শেষ হয়ে যায় যাবতীয়  কুহেলীকা....

তাই অবাচ্যতায় যে মুখরতা লুকোনো আছে....

তাকে প্রত্যয় দিয়ে  ছুঁয়ে দেখো..

সেথায়  ভাবের আখর জমানো আছে

আছে তল পেরিয়ে  অতলান্তের ডাক।।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...