সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

বিশ্বজিৎ দেব


হাওয়াগাড়ি

 

 

হাওয়াগাড়ি চেপে ফুলকিরা আসে

আকাশের মানে ছাই হলে ফিরে চলে যায়

হাতে পেট্রাল বোমা, লাল চোখ, পোস্টারে

ঢাকা পাঁচিলের ইস্কুল

 

একসময় কি আশ্চর্য শান্ত হয়ে যায় সবকিছু, নাইট শিপটের পর ঘরে ফেরে

আধপোড়া শহরের কতোয়াল

 

হাওয়ারা ধর্মভীরু

ফুলকির অবশেষটুকু তাই রেখে যায়

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...