সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

জুঁই রায়

ভালো বাসা

 

 

ভালোবাসলে আঘাত সইতে হয়

ভালোবাসলে ,

সাগর এসে আছড়ে পড়ে জীবনপারে

মেঘ-ঝড়-বজ্রপাতের সাথে

অভ্যস্ত সহবাস ...

 

বহুদূর থেকে ঠিক তখনই

ডাক দেয় অন্য ভালোবাসা

"কী হয়েছে তোর ? "

সাড়া না পেয়ে নিজেই তখন

আস্ত একটা সাগর ...

বুকের ভেতর প্রাণের যন্ত্রটা

কী এক অস্বাভাবিক যন্ত্রণায়

ঘনঘন কেঁপে ওঠে ।

গভীর রাত্রে প্রতিবেশীকে জাগিয়ে

প্রশ্ন করে ,

"কী হয়েছে ওর ?"

বড্ড ভালোবেসে

রচনা করতে চায়

ভালো একটি বাসা !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...