সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

রঞ্জন চট্টোপাধ্যায়

জরুরি না হলে


যদি এটা সফর হয়ে যায়

তাহলে বামপক্ষের আমবাগানগুলি

আমার চিন্তার একমাত্র রোম্যান্স

 

আসলে সুপরিকল্পিতভাবে

আমি আমার ভ্রমণটি চেপে যাচ্ছি

 

জরুরি না হলে

পুরনো পাড়ায় ফেরত যাব না

কারণ পকেট থেকে পড়ে যাওয়া

সাধের ফুলকারি কলমটি

এতক্ষণে কেউ কুড়িয়ে নিয়েছে

 

তথাকথিত সম্পর্কের অন্য নোটেশনে

আমি যখন সংজ্ঞায় বিভক্ত হচ্ছিলাম

তখনই আমার নিজস্ব এবং

প্রিয় অভ্যাসগুলি

ফিস ফিস করে বলছিল

 

--- যদি সঙ্গে আসতে পারো

তুমিও শুনবে-----

 

অন্যথায় বৈকালিক ভ্রমণটি

মন্দ নয়

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...