সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

মৌসুমি ভৌমিক

  বসন্ত  

 
    


  

 

বসন্ত এলেই পলাশ শিমুল

 

কেমন যেন সম্মোহনের মতো

 

বুকের মাঝে কোন আকর্ষণে রক্ত ঝরায় অবিরত।

 

 

গোপন চোখে কিসের হিল্লোল

 

জাগায় উচ্ছলতা বাজায় ডম্বরু

 

ফুলের বৃন্তে গুনগুনিয়ে সুর কিসের হাসি কিসের শুরু !

 

 

মন পুড়ে যায় কৃষ্ণচূড়ায়

 

মনের সুরেও কত আঁকিবুকি

 

এমন করে চোখ ফেরালে বলো তো মন কোথায় রাখি!

 

 

বসন্ত এলেই বাহারি চাঁদ

 

জ্যোৎস্না মাখা সকল হাসি

 

রোদের ঝোলায় সন্ধিপত্র, নিবিড় ছোঁয়ায় আনন্দরাশি।

 

 

সাহসী বুকের স্ফীতপাটাতন

 

সুগন্ধি মাসের গন্ধের মতো

 

আগলে রাখি ছটফটিয়ে, ভাবনাগুলো যে ব্যক্তিগত!

 

 

বসন্ত তাই ভীষন লাজুক

 

সমর্পণের রাঙা দিন

 

জেনেছি কী কোথায় আমি, তোমার জন্য কত ঋণ!

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...