সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

প্রদীপ কুমার দাস


ক্ষত

 

 

মিথ্যের মুখোশ খুলে

সত্যের সামনে দাঁড়াই

যদি তুমি হাত টা ধরো

এক সাথে দুহাত বাড়াই।

 

দুটো হাতের আঙুল ছুলে

আকাশে মেঘ জমে

দশ আঙুলের ছোঁয়া পেলে

ভালোবাসবে!বৃষ্টি হবে।

 

বৃষ্টি সব ধুয়ে দেবে

লেগে থাকা মিথ্যে যত

দুটো ঠোঁট শুষে নেবে

অবিশ্বাস,মিথ্যা,ক্ষত।

                  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...