সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

কৃপাণ মৈত্র

আবর্ত অবিরাম

            

 

অতীতটা দেবাঞ্জন বর্তমানে বাসা

ভবিষ্যৎ ভাবীকালে আছে কাঁদাহাসা,

তবুও  একটা জনম একটা ধরাধাম

মনমুকুরের চিত্রকথায় আবর্ত অবিরাম।

       

 সময় তো বহমান সঙ্গমের টানে

পাপ পুণ্য থিতু হয় খরতর বানে ,

আমার অসীম তৃষা শুধু আমাতে

অবশিষ্ট রবে না কিছু খরচ জমাতে।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...