শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

অরুণ কুমার দাঁ

দাওয়া

   


যেখানে দাওয়া আছে, সেখানে তুমি নেই

গোবর ছড়ানো সবুজ আভা

ভেসে আসে গ্রাম্য ঘ্রাণ।


তিতির এখনো মাঝে মাঝে আসে ঠিকই

চড়ুইও আসে খেলতে

বুকের মধ্যে একটা দীর্ঘশ্বাস ধুলো উড়োই -

বাবুইয়ের
বাসার মতো দুলে ওঠে স্মৃতি।


কারো কাছে হয়তো কিছু দেনা রয়ে গেছে

মাদুর পেতে বসেছে বিষণ্ণ সময়!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...