শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

আর্যা ভট্টাচার্য

 ফ্লুরিজে সন্ধ্যে নামে





কলকাতায় সন্ধ্যে নেমে আসে।

চৌরঙ্গীর ক্যাফেগুলো ভরে ওঠে আস্তে আস্তে।

শীতের শেষবেলায় অনেক বিদেশীর আনাগোনা এই এলাকায়।

ফ্লুরির আলোর কায়দায় , ফুটপথের কিছু জ্বলে ওঠা

আর

আকাশে নিভে আসা  মিয়োনো আলোয়,

চিত্রিত কফির কাপে ভেসে উঠলো তোমার মুখ।

 অকস্মাৎ।

হালকা শব্দ  কানে ভাসে...

নাকি বুকে!

যেন বহুদূরে কোথাও ঘন্টা বাজছে

জাপানি তেরায় যেমন। প্রায় শব্দহীন।

অথবা অতীতে কখনো বেজেছিল।

থেমে গেছে।

পড়ে শুধু রেশ ।

 ফ্লুরির জানলা দিয়ে দেখি উষ্ণ শ্বাসের মতো বাতাস বইছে শেষ শীতে।

 অনুভূতি জুড়ে তবু কী ভীষণ শীতের প্রকাশ !

দুপুরকে ছুঁতে চেয়ে প্রদোষের মরা রোদ

আজ শুধু জমাট বরফ।

বসন্ত তবুও কিছু দূরে।

 অপেক্ষায় ।

অসহায়।

শুধু তার ছবি ভাসে

কফির ফেনায়।

তোমার মুখের ছবি কফি পেয়ালায়।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...