শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

শর্মিষ্ঠা বিশ্বাস

গান্ধর্ব পরে




জোছনার মাখনে ছুরিকাহত আমি সেই আংটির গোলুই।


দেখেছি দেখেছি 

ভাসাভাসি আগুনে ঝলসানো কুশগ্রন্থি 

টুপ করে ফেলেছিল জলে

শকুন্তলা।  


যারা জীবিত ও মৃত 

যারা মৃত হতে হতে চায় প্রাণ-

এসো প্রাণ

আমি সেই বৃষ্টি ডাকা মল্লার রাগ।


বাঁকা হতে হতে সোজা হয়ে ওঠা

প্রতিবাদে মুখরিত সান্ধ্য-প্রস্তুতিতে

ফোটা আকাশের একলব্য তারা,

কাশবন আঁকা চরাচরে 

ফিরে এসো গান্ধর্ব্ব সহচর,

লাল পত্রপুটে সযত্নে রেখেছি

একটি মতামত

যা, আদিত্য রূপকে মোড়া। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...