শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

সুদীপ কুমার চক্রবর্তী

 একটা তন্ময়ের কথা লিখবো বলে 








x

একটা তন্ময়ের কথা লিখবো বলে

শ্রাবণের কাছে চেয়ে নিয়েছি একখন্ড মেঘ।

তারপর দুজনে ভিজেছি রামধনু খিলানের নিচে

উদোম বৃষ্টিতে।

শতাব্দীর সখ্যতা এখনও রাসবিহারীর জমা জলে 

কাগজের নৌকা হয়ে ভাসে।

একটা তন্ময়ের কথা লিখবো বলে

চেয়ে নিয়েছি শেষ ফাগুনের রুদ্রপলাশ।

রক্তের অঙ্গীকারে সে নাম লিখে দিয়েছি

বিপ্লবের দেওয়ালে দেওয়ালে।

স্বর্ণ শিমূলের প্রতিচ্ছবি এখনও তার মুখ হয়ে ভাসে।

একটা তন্ময়ের কথা লিখবো বলে

তুলে নিয়েছি সফেন শূন্যতায় মন বাউলের একতারা।

ক্যাম্পাসের সবুজ লনে রুমির মতো মোনালিসা

এখনও খুঁজে বেড়ায় তাকে রাতের জোনাকি হয়ে ঘাসে ঘাসে বিস্মৃতির আবেশে।

ছবি হয়ে গেছে সে কবে পিকাসোর ধূসর ক্যানভাসে।

অরণ্যের অপার নির্জনতায় থৈ থৈ রূপালী জ্যোৎস্নায় 

মরীচিকা হয়ে ঘোরে সে এই বোহেমিয়ান সময়ে।

মিলিয়েছে দিগন্তে প্রাণোচ্ছল সে হাসির রোশনাই।

নেই সে কোথাও নেই -

সোনার হরিণ নেই  -কোন অরণ্যেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...