শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

সেমিমা হাকিম


ডুব সাঁতার



কিছু কিছু চিহ্ন সংকেতে চোখ পড়লে মনে পড়ে বিস্মৃত কোন প্রেমিকের কথা। হাসি পায় নিজের বালখিল্যতায়। 

ওরকম উপুড়চুপুড় ভালোবাসাবাসি থাকে একমাত্র দিগন্ত আর আকাশে, 

সৈকতে আর সমুদ্রে, 

জীবনে আর মরণে।  


প্রতিবারই
ভণিতা ছিল না কোন,

আবরণ খুলে খুলে দেখিয়েছিলুম মনের সমস্ত কানাগলি;

ডেডএন্ড যাকে বলে, বোঝ তো?


প্রতিবারই দেখেছি,

তিল আর তিলেকের প্রভেদ করতে যখন শিখে যায় আমার প্রেমিক- 

খেলনা ভেবে ফেলে সম্পর্কেকে;

যাকে তিলে তিলে গড়ে তুলেছিলুম দুজনে

একসময় ভেবে নেয় থাকা না থাকার সিদ্ধান্ত নিতে পারার অধিকার শুধু তার!

কারোর অভ্যেস হয়ে যায় ক্ষতবিক্ষত করার অজুহাত,

কেউ নতুন খেলনা খোঁজে শিশুকাল স্মরণ করে,

কারোর মন উঠে যায় প্রেম থেকে,

আমার কোন কিছুই বা বলতে পারো আমাকেই আর পছন্দ হয় না তখন।


প্রতিবারই নিজের মৃতদেহ কাঁধে নিয়ে ঘর ছেড়েছি।


প্রতিবারই নিজের শেষকৃত্য শেষে 

অঝোরে বৃষ্টি নামিয়েছি , 

হাড় মাস মজ্জার জ্বালা ভুলেছি,

ধুয়েছি 

মুছেছি

এবং আবারও গড়েছি নিজেকে।


তারপর নরম মাটির মতন স্নিগ্ধতায় খুঁজে সৃজন করেছি নতুন প্রেম।

 

প্রতিবারই...

.

.



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...