শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

মাসুদুর রহমান


রাধা



তোমাকে উন্মাদ করে

উন্মাদনা কুড়িয়ে নিচ্ছি রোজ।

যদিও তুমি নিচ্ছ বাজার

রুই পুঁটি কৈ শতেক হাজার

শুধু নিচ্ছনা, আমার খোঁজ।


আমি শব্দ নিয়ে সন্ধ্যা সকাল

দিগন্ত মাঠে হাঁটছি রাখাল

কাটছি রাজা, কাটছি প্রজা খাচ্ছি না আর ঘাস

তবু আমার মাঝে উম্মাদিনী তোমার বসবাস।


পূর্ণিমা রাতে ছিপখানা ফেলে  

ওৎ পেতে থাকি ঠায়

দিঘির জলে চাঁদ সাঁতরায়

শাপলা শালুক ফাকায় ফাকায়

চোখের ধাঁধাঁয় মগ্ন স্বপ্ন, সহজে কি ধরা যায়?


ধানের আলে   খালে বিলে

অন্ধকারে গন্ধ মিলে

বাঁশের ডগায়   সরু পাতায়   বাতাস খেলে যায়

তোমার কোথায় ফুসরত মেয়ে   বসবে নিরালায়।  


বটের তলে    নদীর কূলে   বাজাই বাঁশী সই

নীলচে রঙের জোনাক জ্বলে   কৃষ্ণ আমি নই।




1 টি মন্তব্য:

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...