বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

পীযূষ কান্তি সরকার

যে লেখে কবিতা




যে লেখে কবিতা, সে থাকে অচঞ্চল

হৃদয়-বিদারী ঝরা-বকুলের-দল।

ছড়ানো পথে চলে যায় একা একা --

নিঃসীম আকাশে লুকায় যে নীহারিকা।


দীর্ঘশ্বাসে জন্মাতে থাকে মেঘ  --

চোখে তবু খেলে লাল-নীল স্বপ্নের ঠেক।

যন্ত্রণাখেকো নীরবতা উৎসব

হৃদয়-নিঙাড়ি আহত পাখির রব।


যন্ত্রণা সব কণ্ঠেতে জমা থাকে

লোকে তাই 'নীলকণ্ঠ' বলে থাকে --

স্টোনচিপসরা জন্ম নেয় সে বুকে

মহানগরীর মসৃণপথে হাঁটি তাই মহাসুখে।

                 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...