শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

দিলীপ পন্ডা

অভিমান



তোমাকে নিয়ে আমি একবার একটি গান লিখে

পাঠিয়েছিলাম।আজ আবার একটি গান

বাতাসে ভাসিয়ে দিয়ে বসে আছি

তোমার ধ্যানে  মিশে যাওয়ার জন্য।


জন্মদিন এলে

জন্মদিন চলে গেলে

তোমার সমগ্র সস্তায় নামিয়ে আনি

তুমি বসে থাকো চুপচাপ,ধ্যানস্হ।

তোমার জন্য কেউ আসন রাখেনি

তোমার জন্য কেউ মালা গাঁথেনি!

একমাত্র  আমিই দাবি করছি---

আমিই তোমার উত্তরসুরী।


যে ভারতবর্ষ  তুমি হাঁটতে হাঁটতে রক্ত ঝরিয়েছিলে

সে তোমাকে  ঝালমুড়ির মতো বিকেলের সুর্যাস্তে

বিক্রি করে বসে আছে।

আমি আজ একবার দেখলাম

তোমার সেই অভিমানী মুখ

জানলাম সন্ন্যাসীরও অভিমান হয়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...