শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

মুক্তি সরকার

 লবণাক্ত ভালবাসা 




ভালবাসতেই যদি হয়

তবে ফুটপাতের ঐ অসহায় মেয়েটিকে ভালবাসো,

যাকে মাঝরাতের আঁধারে তুমি খুঁজেছিলে।

আর ঐ স্টেশনের শিশুটি,

ছেঁড়া ,নোংরা জামা পরে অ্যালুমিনিয়ামের থালা হাতে 

দুটো টাকা ভিক্ষা চাইছিল 

ওকে একটু ভালবাসো!

দুর্গাপুজোর ভিড়ে,ঈদের নামাজের পাশেই

ওরা ঘুরে বেড়ায়!

ভালবাসতেই যদি হয় 

তবে ঐ পরিচয়হীন শিশুটিকে, 

ডাস্টবিনে ফেলে গিয়েছিল 

কুকুরে একটি আঙুল ছিঁড়ে খেয়েছিল,

তবে প্রাণটা ছিল 

ওকে একটু ভালবাসো।

কোলাহলে না হোক,নিরিবিলি সময়ে।

এভাবেও প্রেম হয়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...