বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

নিখিলেশ চক্রবর্তী

 চৈতন্ 

 




 ধারালো দাঁতের একখানা হাসি দিয়ে ,

তোমাকে সালাম জানিয়েছি রাজনীতি;

খোলামকুচিতে আঁকানো পুতুল নিয়ে  ,

তোমার  পিছনে  ঢেকেছি  দুর্নীতি। 


 প্রাসাদের পথে খালি দু'টো পদ ফেলে ,

জড়তায়  ঠুঁটো  কর্মীর  দু'টো  হাত  ;

বেদের  বাক্য   নীরব  দু' কানে ঝোলে  ,

হেনেছে  স্বহায়  অমা-অসহায়  রাত  ।


 সুপাপ সময়   রঙিন  সুদিন  বেয়ে  ,

উড়েছে বাতাসে মাইক্রোফোনের ধূলো;

মিছিল সরণি সময়ের  খাবি খেয়ে  ,

ক্লান্তিতে  থির  দু'চোখের ঠুলিগুলো  ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...