শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

শর্মিষ্ঠা ঘোষ

 ছাতা 




ছাতাগুলির মাথা গজালো কিনা আদৌ, জানতে ইচ্ছে করে

দেখানেপনা সারল্যে গেন্ডুয়া খেলেছ সরলতা নিয়ে

ইকড়ি মিকড়ি চাম চিকড়ি আর অবসোলিট সে বোধ

কোন এক জন্ম থেকে সার সার ভুল ভুলে আনন্দ খুঁজেছি

শরীর মন যৌনতার ষোলকলা ঘেঁটে পেছনে তাকাই

ছাতারা সফি হল বুঝি বেড়াল মেধা হাংরি হাঙ্গামা পেরিয়ে


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...