শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

অরিন্দম চট্টোপাধ্যায়

 দীর্ঘ কবিতা




পড়ন্ত বিকেলের কলোনি মাঠের

শিশু গাছরা জানত

একটা দীর্ঘ কবিতার লাইন

গুলো সাজাব আমরা


ভাঙা মেঘের গল্প ও কুয়াশা সকাল নিয়ে..

টেনিস বলের মতন চাঁদের

হারিয়ে
যাওয়া আকাশ পথে

আমরা খুঁজতাম হৃদয়ের উত্তাপ ঢেলে


রাত্রির মধ্যরাত আঁকা হত ঐ চরিচার

বনপথে শাল বীথির ভেতর...

আমাদের বুকের ভেতর তখন

দারবারি কানাড়া রাগ....


কখনও বাউল সুর একতারা হাতে

নদীর বাঁকের মতন জলছন্দে

দু' হাত ওপরে তুলে....

অনেকটা নীলাজ্ঞনার মতন উড়ে যাওয়া


একটা ভাঙা প্রাচীরের উপাখ্যান

রচনা করার জন্য কতগুলো

শরের কলম রেখে

সাদা পৃষ্ঠা ভরিয়ে দিয়েছিলাম


এসব ভাবতে ভাবতে পা বাড়াতাম

মনে পড়ে হলুদ ওড়না প্রেম....


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...