শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

কাশীনাথ বসু

 কবি




কবি জানেনা—

সে প্রেমের , না ক্ষুধার

না অতিরিক্তের । 


কবি জানে —

সে কাঙালের

কল্যানের , ব্যথা বৃক্ষের ।


কবির জানাশোনা—

বাউলে – বাউন্ডুলের ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...