শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

দেবাশীষ মুখোপাধ্যায়

 



পাড়াকথা





১.


পাড়ায় পুকুর ধার ফুল উৎসবে


যে গা ধোয় তার মাতোয়ারা


জল আর জলের গভীরে 


মেঘের এমন আনাগোনা


বসন্তে মল্লার 


পৌষের সর্বনাশের পর কোকিলা ধরেছে 


২.


নীরবের দিকে হেঁটে যায় চোখ


এই গাছের নীচে ছোটবেলা ছিল


সেইসব সিঁদুর মাখা পাথরে মায়ের দাগ


গভীর থেকে উঠে ছুঁয়ে যায় 


বাতাসের ভাষা কখন ভালবাসায়


৩.


পাখির ঠোঁটে আরেক পাখিবাসা 


রেডিও ধরতে পারে না 


সব গাছ মুছে গেলে 


পুরনো ঘরের ভেন্টিলেটরে


কিশোরী আমেনকারের মারোয়া 


টেরেস থেকে  ছড়িয়েছে ডিমের কুসুম








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...