শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

লাবণী চক্রবর্তী

 শেষবেলা




অযথা কঠিন তুমি বড়..এসো এই হাত দুটো ধরো;

সংসার পলকের খেলা!

তোমাতে নিজেকে রেখে আজ..লাল‌শাড়ি রাজরানি সাজ

ফিরে যাবো গোধূলির বেলা।

কেন এত সুগন্ধী দিলে..আসমান মেশানো মিছিলে

কেন‌ শুধু  হারানোর ভয়?

খই ফোটা রাজপথ, গোলাপে সাজানো রথ

 গল্পের এখানে তো শেষ‌ নয় !

চারহাতে সাজানো দেশে, ফিরে যাও রাজবেশে!

যেখানে‌ বন্দী আমি আজও;

খোঁপার বাদামী জুঁই, কাজলে‌ সোহাগ ছুঁই

রাঙা হয় অভিমানী‌ সাজ-ও!

রয়ে গেলো‌ ডাকনাম‌, লুকোনো কতক খাম

মেনে নাও শুধু কানামাছি;

ছেঁড়া পাতা বুলেটিনে, ফিরতি‌‌ বৃষ্টি‌ দিনে

দেখো‌,‌ মুখোমুখি তুমি আমি‌ আছি.....।।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...