শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

গোপাল বাইন

মৃত্যু




-চলে গেল! বাঁচানো গেল না!

দু-একজন পরিজনের মৃত্যুতে

হাহাকারে ভরে ওঠে পরিমন্ডল।


-দাদু মারা গেল।এই তো দু-দিন হলো!

কোনো কোনো নিকটাত্মীয়ের মৃত্যুতে

বসন্তের বাতাস ঝিরঝির করে বয়।


কোথাও মৃত্যু বুকের আগুন, কোথাও মঙ্গলঘট

সুদীর্ঘ ইতিহাসকাল থেকে হতাশা এবং প্রশান্তি

পাশাপাশি বহন করে নিয়ে চলেছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...