শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

সুস্মিতা কর

 


সেই বইমুখো বিদ্যাসাগরী





নারী শিক্ষা? ওসব থাক মশাই

ভোট পাওয়ার ভাষণেই বেশ মানানসই।

সহধর্মিণী, সহকর্মিণী? ওসব থাকুক বেদে

চড়ুইয়ের ন্যায় ক্ষুদ্র কাজ করে রেঁধে সেঁধে।

             পড়ার সাধ জাগছে কারও কারও

             দে পাঠিয়ে ইস্কুলে, ওই যে বালিকা বিদ্যালয়!

             পারবে না কি বইতে মোটা মোটা বইয়ের বহর?

             দেখবে, বসে আছে বইটাকে মুখের উপর উলটায়...

যত্ত সব গাঁজাখুরি স্বপ্ন,

বলে শিক্ষিত হবে? আটবে রোজগেরের তমকাটা?

তা চুল খুলে পড়াশোনা হয়?

ও সব ছেলে ধরার যাতাকল, নষ্টা মেয়ে একটা।

              বলি শুনুন মশাই, গৌরীদানটা সেরে ফেলুন

              জানেনই তো এটা সবচেয়ে বড় দান!

              পড়ার ইচ্ছা থাকলে? সে স্বামী পড়াবে

              তাহলে সম্বন্ধ করুন, ভোজ খাওয়ান.....


বাজে সানাইয়ের সুর পিতৃগৃহে..... চড়ুইয়ের মতো-

এর ওর ঘুলঘুলিতে বাসা বাধেঁ নারী,

আজও সেই বইমুখো জীবনের অপেক্ষাতে

বিদ্যাসাগরের স্বনির্ভর নারী।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদকের কলমে

মাস আসে মাস যায়। বছর গড়ায় বুলেট ট্রেনের গতিতে। নিরীহ মানুষ, হাভাতে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ থাকে তার নির্দিষ্ট ঘূর্ণি আবর্তে। পৃথিবীর...